৫ ই ফেব্রুয়ারী ২০১৩, চারিদিকে থমথম অবস্থা। আগেরদিন রাতেও চলেছে শিবির এর তান্ডব। সকালে একান্ত প্রয়োজন না হলেই বের হয়নি মানুষ। বিশেষ ট্রাইবুনাল এ চলছে কাদের মোল্লার বিচার অপরদিকে জামায়াতের হুমকি কাদের মোল্লার ফাঁসী হলে গৃহযুদ্ধ শুরু করবে। সবার মনেই ভয়, কি হতে যাচ্ছে? টিভিতে টকশো গুলোতে অনেকেই চিন্তায় ব্যস্থ কোন বিশেষ বাহীনী নামবে কিনা।
বেলা বেরে চলছে আর তান্ডব ও বেরে চলছে শিবির এর। দুপুর এর পরপর রায় এল ৩৪৬ তা খুনের আসামী এবং ধর্ষণকারী কাদের মোল্লাকে দেওয়া হল যাবজ্জীবন। আর সাথে সাথে বেরে গেল জামায়াতের আস্ফালন। কাদের মোল্লা দেখালেন বিজয় সুচক, শিবির ঘোষনা করল কাদের মোল্লাসহ অন্যদের মুক্তি না দেয়া পর্যন্ত হরতাল চলবে। আশ্চর্য হয়ে পরলাম একটি স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে স্বাধীনার বিপক্ষ শক্তি কিভাবে ঘৃহযুদ্ধ ঘোষনার সাহস পায়। বরই হতাশা নিয়ে অফিস করছিলাম। ফেসবুকে আকটা লিঙ্ক পেলাম হঠাৎ করেই। শাহাবাগে একত্রিত হবার এর আমন্ত্রন এই অন্যায়ের প্রতিবাদ জানাতে। ভাবছিলাম কিছুই হবেনা!!! তারপর অফিস শেষ করেই চলে যাই শাহাবাগ। না আমার ধারনা ভুল প্রোমানিত করে সমাবেত হয়েছে হাজার লোক। চারদিক থেকে তখনও আরো লোক শুধু আসছেই। দেখতে দেখতে চোখের সামনেই কেটেম গেল পুরা ৭ টা দিন। মানুষের চোখে এই নরকের কিট গুলোর প্রতি দেখছি ঘৃণা এর ক্ষোভ। দেখছি দেশাত্ব বোধের টানে ভেদাভেদ ভুলে মানুশের ঐক্যমত।
না আবার আশা দেখছি নতুন সোনার বাংলাদেশের। নতুন করে গর্জ্জে উঠে আবার শপথ নিলাম।
(সংগৃহীত)
বেলা বেরে চলছে আর তান্ডব ও বেরে চলছে শিবির এর। দুপুর এর পরপর রায় এল ৩৪৬ তা খুনের আসামী এবং ধর্ষণকারী কাদের মোল্লাকে দেওয়া হল যাবজ্জীবন। আর সাথে সাথে বেরে গেল জামায়াতের আস্ফালন। কাদের মোল্লা দেখালেন বিজয় সুচক, শিবির ঘোষনা করল কাদের মোল্লাসহ অন্যদের মুক্তি না দেয়া পর্যন্ত হরতাল চলবে। আশ্চর্য হয়ে পরলাম একটি স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে স্বাধীনার বিপক্ষ শক্তি কিভাবে ঘৃহযুদ্ধ ঘোষনার সাহস পায়। বরই হতাশা নিয়ে অফিস করছিলাম। ফেসবুকে আকটা লিঙ্ক পেলাম হঠাৎ করেই। শাহাবাগে একত্রিত হবার এর আমন্ত্রন এই অন্যায়ের প্রতিবাদ জানাতে। ভাবছিলাম কিছুই হবেনা!!! তারপর অফিস শেষ করেই চলে যাই শাহাবাগ। না আমার ধারনা ভুল প্রোমানিত করে সমাবেত হয়েছে হাজার লোক। চারদিক থেকে তখনও আরো লোক শুধু আসছেই। দেখতে দেখতে চোখের সামনেই কেটেম গেল পুরা ৭ টা দিন। মানুষের চোখে এই নরকের কিট গুলোর প্রতি দেখছি ঘৃণা এর ক্ষোভ। দেখছি দেশাত্ব বোধের টানে ভেদাভেদ ভুলে মানুশের ঐক্যমত।
না আবার আশা দেখছি নতুন সোনার বাংলাদেশের। নতুন করে গর্জ্জে উঠে আবার শপথ নিলাম।
(সংগৃহীত)
No comments:
Post a Comment