Notice

YouTube.com/BESTTravelers - Visit and SUBSCRIBE to our travel related YouTube Channel named "BEST Travelers"

Sunday, February 10, 2013

2013 Shahbag Protest: তরুণেরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা: মুহাম্মদ জাফর ইকবাল

শাহবাগে আন্দোলনকারী তরুণদের এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরঅধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। আজ শুক্রবার জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে ডাকা মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

জাফর ইকবাল বলেন, ৩০ লাখ মুক্তিযোদ্ধা অকাশ থেকে তোমাদের দিকে তাকিয়ে আনন্দে হাসছেন। শহীদ জননী জাহানারা ইমামও তোমাদের দিকে তাকিয়ে হাসছেন। তাঁদের আত্মা আজ শান্তি পেয়েছে। কারণ, মুক্তিযুদ্ধের যে অসমাপ্ত কাজ তাঁরা রেখে গিয়েছিলেন, এই তরুণেরা সেই কাজ সমাপ্ত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।

তরুণদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, ‘আমি শুধু জানতাম এই প্রজন্মের তরুণেরা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ও তাতে লাইক দেওয়ার কাজটাই জানে। আজ আমার সেই ভুল ভেঙে গেছে। তাঁরা প্রয়োজনে মাঠেও নামতে পারে। যখন সারা দেশে কেউ রাজাকারের শব্দটিও মুখে আনতে পারত না, তখন হুমায়ূন আহমেদ টিয়া পাখির মুখ দিয়ে বলিয়েছিলেন “তুই রাজাকার”। সেই রাজাকারের ফাঁসির দাবিতে তোমরা মাঠে নেমেছ, আন্দোলন করছ। তোমাদের এই লড়াই দেখে প্রয়াত হুমায়ূন আহমেদও আকাশ থেকে হাসছেন।’

No comments:

Post a Comment