Notice

YouTube.com/BESTTravelers - Visit and SUBSCRIBE to our travel related YouTube Channel named "BEST Travelers"

Tuesday, April 30, 2013

ভালবাসা সম্পর্কিত ৭টি কথা

  1. কারো চোখ, বা ঠোঁট কিংবা সুগঠিত শরীর এর কারনে ভালো লাগে তবে টা ভালবাসা নয়,বাছাই করা...
  2. কারো বুদ্ধিমত্তা বা জীবনের দূরদর্শিতা থেকে কাউকে ভালো লাগে তবে তা ভালবাসা নয়,প্রশংসা মাত্র...
  3. কারো অর্থ-সম্পত্তি দেখে কাউকে ভালো লাগে তবে তা ভালবাসা নয়,লোভ...
  4. উ ছেড়ে যেতে চাচ্ছে বলে অপরজন সবসময় কাঁদে তবে তা ভালবাসা নয়,করুণা...
  5. মনঃবাসনা পূরণের জন্য কাউকে দরকার হলে তবে সেটা ভালবাসা না, লালসা...
  6. যদি এটা ঘুমাতে, খেতে কিংবা পড়তে ভুলিয়ে দেয় তবে তা ভালবাসা নয় মোহ...
  7. আপনি জানেন না কেন তবু ওই মানুষটাকে ভালো লাগে তবে সেটাই ভালবাসা... 
ভালবাসতে কেবল একটি কারন লাগে আর তা হল অজানা...

Friday, April 26, 2013

Savar Tragedy - Rana plaza

  1. শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন শাহাদত। দু’দিন লড়াই করার পর শুক্রবার সকালে তিনি হেরে গেলেন। আর শাহাদতের মৃত্যুর পর ভেঙে পড়েছে সুরুজ। যাকেই পাচ্ছেন তারই হাতে পায়ে ধরে আকুতি জানাচ্ছেন তাকে বাঁচাতে। স্বেচ্ছাসেবক জিরাব তালবাগ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ বাংলানউজকে বলেন, “৯টা ৫ মিনিটে আমি তাকে দেখে এসেছি। তার ডান পা পিলারের নিচে আটকে আছে। আমি গেলে আমার পা জড়িয়ে ধরে উদ্ধারের জন্য কান্নাকাটি করে। আমার পা ছাড়তে চাইছিল না। বলছিল, ‘অনেকের পা ধরেছি কেউ ফিরে গিয়ে আর উদ্ধার করতে আসেনি। আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিয়েন না। ভাই সত্যি সত্যিই আমাকে নিয়ে যাইয়েন’।”
  2. ফায়ার সার্ভিসের সমন্বয়কারী মেজর জিহাদ জানিয়েছেন - বড় অক্সিজেন সিলিন্ডার আনতে পারলে পাইপ দিয়ে ভিতরে দেয়া যেত। আটকা পড়া জীবিতদের সকাল পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য খুব সহায়ক হতো। বড় হাসপাতালগুলোতে এধরনের সিলিন্ডার থাকে।
  3. মেয়েটি বলেছিল " ভাই রে আমার একটা পা কেটে বের কর , আমি বাঁচতে চাই ।" পড়ে তার দুটো পা ই কেটে তাকে বের করা হয় । এখন সে এনাম মেডিকেল এর আই সিউ তে আছে । তার জ্ঞান এখনো ফিরেনি । জানি না তার জ্ঞান ফিরলে সে কি করবে !!!
"বাংলাদেশের সামনে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা খাত নতুন করে তৈরি হলো । এই খাতকে যদি কাজে লাগানো যায় আমাদের উন্নতি আর কেউ ঠেকাতে পারবে না ।
লাশ রপ্তানী খাত !

লাশের কাঁচামাল আমাদের দেশে সহজলভ্য... অফুরন্ত ...। কত রকমের লাশ আপনার চাই ?? ফ্যাক্টরিতে আগুনে পুড়ে কয়লা হওয়া লাশ, ভবন ধসে পড়া থেতলানো লাশ, লঞ্চ ডুবিতে ফুলে ঢোল হওয়া লাশ, ফ্লাইওভার ধসে লুলা হয়ে যাওয়া লাশ, রাজনৈতিক সহিংসতায় চাপাতির কোপ খাওয়া লাশ, সড়ক দুর্ঘটনায় ভেটকে যাওয়া লাশ............???

সব ধরনের লাশ আমাদের মজুদ আছে...নো টেনশন ! শুধু অর্ডার করুন... সময়ের আগেই পৌছে যাবে লাশ ।"

Tuesday, April 23, 2013

মঙ্গলে যেতে ১০ হাজার আবেদন

২০২৩ সালে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে একটি ডাচ্ কোম্পানি। তবে সেখান থেকে আবার পৃথিবীতে ফিরে আসার নিশ্চয়তা দিতে পারছে না প্রতিষ্ঠানটি। তার পরও মঙ্গলে যেতে ১০ হাজার আবেদন জমা পড়েছে। খবর এনডিটিভির।

মনুষ্য প্রজাতির আবাস গড়ে তোলার উদ্দেশ্যে এ লাল গ্রহে ২০২৩ সালে চার নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। এটি হবে ‘ওয়ানওয়ে’ ভ্রমণ। এটিতে অংশ নিতে ১৮ থেকে ৬২ বছর বয়সী নারী-পুরুষ আবেদন করেছেন। পৃথিবীতে ফিরে আসার নিশ্চয়তা না থাকা সত্ত্বেও তারা আবেদন করছেন। এ বিষয়ে সিন্থিয়া নামে ৩২ বছর বয়সী এক মার্কিন নারী বলেন, ‘ছোটবেলায় আমি মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখতাম। ডাচ্ কোম্পানিটির বিজ্ঞাপন দেখার পর আমি ধরে নিলাম এটি আমার ছোটবেলার স্বপ্ন পূরণের সুযোগ।’

মানুষ পাঠানোর জন্য মঙ্গলকে আশাজাগানিয়া গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। সেখানে যাওয়ার পথ অনেকটাই বন্ধুর। যাওয়ার পথে নানা ধরনের প্রতিবন্ধকতার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সেখানকার মাধ্যাকর্ষণ মানুষের জন্য উপযোগী নাও হতে পারে। কারণ এর মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় মাত্র ৩৮ শতাংশ। এছাড়া ভ্রমণকারীদের হাড়ের ঘনত্ব, পেশির শক্তি ও রক্ত সঞ্চালনে এমন পরিবর্তন আসতে পারে, যার ফলে তারা পৃথিবীতে বসবাসের উপযোগিতা হারাবেন।

এ যাত্রা হবে খুবই নির্মম। কারণ এতে অংশগ্রহণকারীরা ফিরে আসার জন্য কোনো টিকিট পাবেন না। চূড়ান্তভাবে পৃথিবীকে বিদায় জানাতে হবে। ভ্রমণকারীদের ফিরে আসতে হলে এমন একটি রকেটে তাদের যেতে হবে, যেটি মঙ্গলের মাধ্যাকর্ষণের সঙ্গে মানানসই। এছাড়া এমন লাইফসাপোর্ট পদ্ধতি থাকতে হবে, যা সাত মাসের এ ভ্রমণে কার্যকর থাকবে ও নভোযানটি আর্থ অরবিটে নোঙর ও পৃথিবীতে নিরাপদে অবতরণের উপযোগী হতে হবে। কিন্তু এসবের কোনোটিরই নিশ্চয়তা নেই সম্ভাব্য নভোযানটিতে।

Monday, April 8, 2013

যারা মোটা গেছে তাদের জন্য অতি-প্রয়োজনীয় টিপস্

যারা মোটা বা ভুরী বা মেদ টা মানে হচ্ছে বড় হয়ে গেছে তাদের জন্য অতি-প্রয়োজনীয় একটা টিপস্

  1. প্রথমে এক লিটার পানি একটা পাত্রে করে চুলায় গরম দিন ।
  2. তারপর ৫০০ গ্রাম আদা সামান্য থেঁতলে করে গরম পানিতে দিন।
  3. আদা সেদ্ধ করুন ৩০ মিনিট।
  4. তারপর ২ টি লেবু খোসা সহ কেটে আদার পানিতে দিন।
  5. আদার পানির রং গাড় হলুদ হলে নামিয়ে ফেলুন ছুলা থেকে ।
  6. হাল্কা গরম অবস্থায় চা যেমন পান করেন তেমন করে টানা ২ সপ্তাহ পান করুন প্রতিদিন।
  7. তবে এই ২ সপ্তাহ কোনরকম চকোলেট,এনেরজি ড্রিংক,গরুর গোশত, খাবেন না ।
  8. ২ সপ্তাহ পর নিজ চোখে দেখুন আপনার পরিবর্তন

Thursday, April 4, 2013

How to prevent Heart Attack 100% according to Japanese Method of Treatment

DRINK WATER ON EMPTY STOMACH

It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following ...diseases:

Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, gastritis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and menstrual disorders, ear nose and throat diseases.

METHOD OF TREATMENT
  1. As you wake up in the morning before brushing teeth, drink 4 x 160ml glasses of water.
  2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minute.
  3. After 45 minutes you may eat and drink as normal.
  4. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours
  5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day.
  6. The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life.

The following list gives the number of days of treatment required to cure/control/ reduce main diseases:
  1. High Blood Pressure (30 days)
  2.  Gastric (10 days)
  3. Diabetes (30 days)
  4. Constipation (10 days)
  5. Cancer (180 days)
  6. TB (90 days)
  7. Arthritis patients should follow the above treatment only for 3 days in the 1st week, and from 2nd week onwards – daily..
This treatment method has no side effects, however at the commencement of treatment you may have to urinate a few times. It is better if we continue this and make this procedure as a routine work in our life. Drink Water and Stay healthy and Active.

This makes sense .. The Chinese and Japanese drink hot tea with their meals not cold water. Maybe it is time we adopt their drinking habit while eating!!! Nothing to lose, everything to gain...

For those who like to drink cold water, this article is applicable to you. It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion.

Once this'sludge'reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats and lead to cancer. It is best to drink hot soup or warm water after a meal.

A serious note about heart attacks:
  • Women should know that not every heart attack symptom is going to be the left arm hurting, 
  • Be aware of intense pain in the jaw line.
  • You may never have the first chest pain during the course of a heart attack.
  • Nausea and intense sweating are also common symptoms.
  • 60% of people who have a heart attack while they are asleep do not wake up.
  • Pain in the jaw can wake you from a sound sleep. Let's be careful and be aware. 
The more we know, the better chance we could survive...

A cardiologist says if everyone who gets this mail sends it to everyone they know, you can be sure that we'll save at least one life. Please be a true friend and send this article to all your friends you care about.

Wednesday, April 3, 2013

10 ways to make women happy


  1. Look good and smell great for your wife.
  2. Be a good listener.
  3. Make her feel secure, don't threaten her with divorce.
  4. Express to her relatives, how wonderful she is.
  5. Leave the past for Allah, don't dwell on, dig into, or bring it up.
  6. Don't act as if you are doing her a favour by working or providing, Allah is the Provider, the husband is the carrier of the sustenance to the family.
  7. Respect that she might not be in mood for intimacy, stay within Halaal boundaries.
  8. Help her take care of the children.
  9. Remember you are not always right or perfect yourself.
  10. Go out on a date or a get-away for the weekend in a nice location, preferably without kids.