Friday, January 27, 2012

মৃত প্রেমিকাকেই বিয়ে

থাইল্যাণ্ডে একজন প্রেমিক তার ভালোবাসার প্রতিজ্ঞাকে পূর্ণ করার জন্য তার মৃত প্রেমিকাকে বিয়ে করেছিল। ২৯ বছর বয়স্কা Sarinya Kamsook এবং তার ২৮বছর বয়সী প্রেমিক, Chadil Deffy, এই বছর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছিলেন। Sarinya Kamsook এই শুভক্ষণটির পূর্বেই একটি সড়ক দুর্ঘটনার স্বীকার হন,এবং দুর্ভাগ্যবশত মারা যান। কিন্তু, পূর্ব পরিকল্পনা অনুসারে deffy তাঁকে বিয়ে করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। Sarinya গাড়ি দুর্ঘটনায় তীব্রভাবে আহত হয়েছিল। তাকে নিয়মিত চিকিৎসা ও দেখাশোনার জন্য হসপিটালে স্থানান্তরের বেশ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু, ডাক্তার তাঁকে অন্য একটি হাসপাতালে তাকে স্থানান্তর করার পরিবর্তে একটি জনাকীর্ণ ICU তে ৬ ঘন্টার জন্য অপেক্ষা করালো। এই কঠিন সময়ের মাঝে Sarinya সবার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিল । থাইল্যাণ্ডের সুরিনে সারিনার শেষকৃত্যের সময়, Chadil তার ভালোবাসার Sarinya হাতের আঙুলে বিয়ের আংটিটি পড়িয়ে দিলো । এর মধ্যে দিয়ে একটি শেষকৃত্য অনুষ্ঠান বিয়েতে পরিণত হল। পৃথিবীতে এমন বিরল ভালোবাসার নিদর্শন আজও পাওয়া যায়।।