Notice

YouTube.com/BESTTravelers - Visit and SUBSCRIBE to our travel related YouTube Channel named "BEST Travelers"

Tuesday, September 27, 2011

Earthquake Related Status from Facebook

১৮ সেপ্টেম্বর বাংলাদেশে ভূমিকম্প হওয়ার পর ফেসবুকেও রীতিমতো স্ট্যাটাসকম্প শুরু হয়। সেখান থেকেই বাছাইকৃত কিছু স্ট্যাটাস এখানে দেওয়া হলো।

আসিফ মাশফিকুজ সালেহিন
ভূমিকম্পের সময় যা যা করণীয়—
১. প্রথমেই একটা দৌড়... (আপনার কম্পিউটারের দিকে)
২. তারপর কম্পিউটার অন করুন
৩. তারপর ফেসবুকে লগ-ইন করুন
৪. তারপর ফেসবুকে স্ট্যাটাস দিন OMG earthquake অথবা ওমাগো ভূমিকম্প এমন কিছু টাইপের
৫. কিছুক্ষণ কমেন্ট আর লাইকের জন্য অপেক্ষা করুন
৬. এবার লগ আউট করে PC শাট ডাউন করুন
৭. এবার দৌড় দিন আর কোনো নিরাপদ জায়গায় অবস্থান করুন।
বি.দ্র.: ফেসবুকে ‘ভূমিকম্প’ নামে ফ্যান পেজ থাকলে সেটা লাইক দিতে ভুলবেন না।

কারিবুল হাসান
বাংলাদেশকে আবার কে call করল? VIBRATION mode-এ যে ‘ring tone’ হলো!

বিবর্ধন রায়
ভূমিকম্পও দেখি মিস কল মারে! পুরা কল দিলে তো আজ এই জীবন থেকে লগ আউট হয়ে যেতাম!

আরিফুর রহমান
ভূমিকম্পের সময় ছোট বোনরে কইলাম, ‘ওই, ভূমিকম্প হইতেছে, তাড়াতাড়ি নিচে নাম...।’ ছোট বোন আতঙ্কিত হইয়া কইল, ‘তুমি নামো, আমি স্ট্যাটাসটা দিয়ে আসতেছি...।’

রিফাত মাসুদ
তাই তো বলি, স্বপ্ন দেখার সময় খাট নড়ে ক্যান!

আরআই ইমরান
এবার নিয়ে বেশ কয়েকবার দেখলাম, সবার আগে ভূমিকম্প টের পাই আমি! অনেক মৃদু ভূমিকম্প, যা আশপাশের কেউ টের পায় না, সেটাও আমি টের পাই (যদিও বাকি সবার প্রতিক্রিয়া না দেখে আমারই সন্দেহ জাগে, আদৌ ভূমিকম্প হয়েছে কি না, তবে পরে নিউজ দেখে কনফার্ম হই, আমি ঠিকই ছিলাম)। এখন ভূমিকম্প মোকাবিলায় আমার এই অতিপ্রাকৃত ক্ষমতা কোনোভাবে কাজে লাগানো যায় কি না, এ বিষয়ে সরকার একটা গবেষণা করতে পারে। ফলাফল ইতিবাচক হলে এ ব্যাপারে এই সরকারকে সহায়তা করতে আমি প্রস্তুত। হাজার হলেও দেশের ব্যাপার।

সাকিব শরীফ
আজকে সকালে একজন বলল, স্যার, ভূমিকম্প তো বাংলাদেশে হয় নাই, আসলটা হইছে ‘কিসিমে’...এখানে জাস্ট একটু লড়ছে।

স্মরণ—দ্য সরকার
সন্ধ্যা ৬.৪২, শর্মা হাউসে বিফ শর্মা চাবাইতেছি, হঠাৎ দেখি একদল পোলাপান চিক্কুর দিয়া গেটের দিকে খিচ্চা দৌড় দিল আর তাদের পেছনে সব ওয়েটার। মুহূর্তে শর্মা হাউস খালি! আমারে আমার মেয়ে ফ্রেন্ড দেখাইল, পেছনের ঝাড়বাতিটা পেন্ডুলামের মতো দুলতেছে! আমি উঠে বললাম, চলো। সে বলে, আরে বসো তো, আমার শর্মা শেষ হয় নাই, কিচ্ছু হবে না!
যে তেলাপোকা দেইখা ভয়ে চিল্লাইয়া বাড়ি মাথায় তোলে, ১৮ তলা বিল্ডিং তার মাথার ওপর ভেঙে পড়তে পারে, তাতে তার কোনো বিকার নাই!! মনে করছিলাম, দৌড় দিয়া জান আর বিল দুটাই বাঁচামু : P মাগার আফসুস...

আশিকুর রহমান
এক বন্ধু ছাত্রীকে পড়াচ্ছিল। ভূমিকম্পের সময় তিনবার ধমক দেয়, এই মেয়ে, টেবিল নড়াচ্ছ কেন? চারবারের বেলায় ছাত্রী নিজেই ঘর থেকে দৌড়!

শাহাদাত সাধন
ভূমিকম্প হওয়ার সময় আমাদের হোস্টেলের সবাই রুম থেকে বের না হলেও টয়লেট থেকে বের হয়ে যাইস। নইলে, যা কন্ডিশন, ওপরের কমোড মাথায় পড়তে পারে। তখন না মরলেও জনসম্মুখে মুখ আর দেখাতে পারবি না।

রাহাত রহমান
৬.৮ কি জোরালো ভূমিকম্প? ক্ষয়ক্ষতির কোনো খবর তো পেলাম না। তাহলে কি আমাদের দেশের ভূমিকম্পেও প্রিজারভেটিভ দেওয়া আছে?

মাইর চেনেন, মাইরের ওপর ওষুধ নাই
ভূমিকম্পে সারা দেশ কাঁপলেও বিটিভি কাঁপেনি। তাদের প্রধান সংবাদ ছিল, ১১ দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেলেন প্রধানমন্ত্রী।
দেশ জাহান্নামে যাক, সেটা মুখ্য নয়, প্রধানমন্ত্রী কোথায় গেলেন সেটাই মুখ্য।

সহচর
ঈদের দিনের মতো ফিলিংস হচ্ছে। উঁচু-নিচু, ধনী-গরিব সব মানুষকে এক কাতারে নামিয়ে আনল ভূমিকম্প। সবাই এখন রাস্তায়। মানুষের কারণে রাস্তায় জ্যাম হয়ে গেছে। মানুষে গিজগিজ করছে।

হাবিবুর রহমান
কেউ পারেনি! একমাত্র ভূমিকম্পই কিন্তু পেরেছে আমাদের সবাইকে একসঙ্গে কাঁপিয়ে তুলতে।

পার্থ সরকার
তিস্তার পানির বদলে ভূমিকম্প—অ্যা গিফট ফ্রম মনমোহন সিং।

Source: http://www.prothom-alo.com

No comments:

Post a Comment