Notice

YouTube.com/BESTTravelers - Visit and SUBSCRIBE to our travel related YouTube Channel named "BEST Travelers"

Tuesday, March 26, 2013

আব্বু তোমাকে অনেক ভালবাসি

আব্বুর দেয়া গ্যালাক্সি এস থ্রি মোবাইলের স্ক্রীন গার্ড কিনতে গিয়েছিলাম বসুন্ধরা আবাসিক এলাকার গেইটের সামনের গ্যাজেট এন্ড গিয়ার দোকানে। দোকানে বসা নাদুস নুদুস একজন যুবক। সাস্থ্য আর চেহারায় মোবাইলের দোকানদার মনে হয়না। অভিজাত পরিবারের সন্তান মনে হয়। মোবাইল দেখে বললো ২০০ টাকা লাগবে গার্ড কিনতে আমি রাজি হয়ে মোবাইল বের করে দেই। লোকটি মোবাইলকে ব্রাশ দিয়ে মুছে সব ময়লা পরিস্কার করছে খুব যত্ন নিয়ে। এমন আদর আমি আমার মোবাইলরে কোনদিন করি নাই। আমাকে জিজ্ঞাসা করে এটি আপনার আব্বু কিনে দিসে না?? আমি বললাম হ্যাঁ। কেন বলেন তো? লোকটি বললো মানুষ নিজের জন্য এতো দাম দিয়ে জিনিস কিনেনা কিনলে তার চেয়েও ভালোবাসে যাকে তারজন্য কিনে। আমি নিশ্চিত আপনার আব্বু নকিয়া ১১০০ টাইপের মোবাইল ব্যবহার করে। আমি কল্পনা করার চেষ্টা করলাম আব্বু আসলে কি ব্যবহার করে। চোখের সামনে ভেসে আসলো আব্বার ভাঙ্গাচুরা মোবাইল। সঙ্গেসঙ্গে চোখ দিয়ে পানি এসে পড়লো। দোকানদার জোরে নিশ্বাস ছেড়ে বললো আমার বাবাও এমন ছিলো। আমি দিনরাত টাকা ঊড়াতাম ক্লাব পার্টি ডিস্কো। কখনো চিন্তা করতাম না ৫০০/৬০০ টাকার সিগারেটের প্যাকেটে আমার বাবার ঘাম লেগে আছে।

আজ বাবা নেই বাবার সাথে সাথে তার সব সম্পদও বিলুপ্ত হয়েছে। আমি অপদার্থ সন্তান বাবারঅসুস্থতার সময়ও তার ব্যবসাপাতির হাল ধরিনি। এখন বুঝেছি মাথার উপর থেকে ছায়া সরে যাবার পর। লোকটার কথা শুনার পর থেকে মনটা অস্থির হয়ে আছে সত্যিই তো আমি তুমি আমরা কেউই জানিনা আমাদের বাবারা কত কষ্টে আমাদের অর্থের যোগান দিচ্ছেন। আমাদের সুখের জন্য দিন রাত অমানুষের মত কাজ করে যান। আমাদের আবদার মেটান। কিন্তু আমরা একবারও তা উপলব্ধি করতে পারিনা। একবার এক পরীক্ষায় খারাপকরলাম । পগ্রেস কার্ড নিয়া বাবাকে দেখানো মাত্র কইশ্যা একটাথাবরা দিলো । আর আম্মারে কইলো আইজ থাইকা ওর ভাত এই ঘরে বন্ধ। আমি তো আরামে চাচার বাসায় গিয়া সিনেমা দেখতাসি। দুপুর পার হইয়া বিকাল হইলো। দেখি আব্বু চাচার বাসায় হাজির। চাচারে কইলো তুই এই হারামীরে ঘরে জায়গা দিলিকেন? পরে শুনি বাবা সারাদিন না খেয়ে আমার সব বন্ধুর বাসায় আমারে খুজছে। বাবা তুমি এত ভালো কেন?

-Collected....

( বিশেষ দ্রষ্টব্যঃ কথা গুলোর মর্ম অর্থ বুঝতে শুরু করেছিলাম যেদিন থেকে উপার্জন করতে শুরু করেসিলাম।কিন্তু এখন কেন জানি একটু বেশিই বুঝতে পারি। আব্বু তোমাকে অনেক ভালবাসি- তোমার পাশে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো। শুধু আমার জন্য দোয়া চাই ,আর কিছু আর চাইনা।আল্লাহ তোমাকে অনেক দিন সুস্থ ভাবে আমাদের মাঝে রাখুক এই দোয়া আমি ও করি, আর আপনাদের কেও করতে বললাম।)

Sunday, March 24, 2013

Aegir

Aegir is a distributed instance management system, that allows authorized users to administer multiple Drupal sites across one or more servers, through a Drupal based administration front end. It is designed to help solve many of the common problems that administrators come across when providing mass hosting solutions, by providing the basis for turn-key deployment and management of Drupal sites and related services.

Wednesday, March 20, 2013

How to survive a heart attack when you are alone??

Since many people are alone when they suffer a heart attack, without help,the person whose heart is beating improperly and who begins to feel faint, has only about 10 seconds left before losing consciousness.

However,these victims can help themselves by coughing repeatedly and very vigorously. A deep breath should be taken before each cough, and the cough must be deep and prolonged, as when producing sputum from deep inside the chest.

A breath and a cough must be repeated about every two seconds without let-up until help arrives, or until the heart is felt to be beating normally again.

Deep breaths get oxygen into the lungs and coughing movements squeeze the heart and keep the blood circulating. The squeezing pressure on the heart also helps it regain normal rhythm. In this way, heart attack victims can get to a hospital. Tell as many other people as possible about this. It could save their lives!!

A cardiologist says If everyone who sees this post shares it to 10 people, you can bet that we'll save at least one life..

হার্ট অ্যাটাক হঠাৎ হয় না ! হুট করে একদিন হুমড়ি খেয়ে পড়লেন। কী ব্যাপার? না, হার্ট অ্যাটাক। অথচ শরীর-স্বাস্থ্য পুরোপুরি ফিট, গায়ে একরত্তি মেদ নেই, রক্তচাপ নেই, দুর্ভাবনা-দুশ্চিন্তা নেই তিল পরিমাণও। ভুলেও কখনও বুকে ব্যথা অনুভব করেননি। তবু আচমকা আক্রান্ত হলেন হার্ট অ্যাটাকে। এর কারণ কী? নতুন গবেষণায় বলা হয়েছে, ব্যাপার কিছু না। আসল কথা হলো, হৃদরোগ বা হার্ট অ্যাটাক আগে থেকে বলেকয়ে আসবে, এমনটা ভাবাই ভুল। তবে আক্রান্ত হওয়ার মাসখানেক আগে থেকে কিছুটা হুঁশিয়ারি সংকেত আপনি পেতেও পারেন। কখনও কখনও মাসখানেক না হলেও, মাত্র এক ঘণ্টা আগে হলেও আপনাকে হুঁশিয়ারি দেবে। হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ৫টি লক্ষণ তুলে ধরা হলো:
  1. বুকে অস্বস্তি বা ব্যথা: বুক ব্যথা বা ধড়ফড় করা, অস্বস্তি কিংবা প্রচণ্ড চাপ বোধ হওয়া হার্ট অ্যাটাকের অন্যতম উপসর্গ। একটানা কয়েক মিনিট এ ধরনের অনুভূতি হওয়া বা কিছুক্ষণ পরপর তা অনুভূত হতে পারে।
  2. শরীরের ওপরের অংশে অস্বস্তি: এক বা দুই হাত, পিঠ, ঘাড়, চোয়াল বা পাকস্থলীতে ব্যথা বা অস্বস্তি অনুভূত হতে পারে।
  3. অবসাদগ্রস্ততা ও স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে সমস্যা: স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে ও ছাড়তে কষ্ট হতে পারে। শরীর অবসাদে ভেঙে পড়তে পারে। বুকের মধ্যে অস্বস্তি বোধ হোক বা না হোক, শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিক হলে সতর্ক হতে হবে।
  4. অতিরিক্ত ঘাম হওয়া: ব্যায়াম বা পরিশ্রম ছাড়াই অতিরিক্ত ঘাম হতে পারে।
  5. অন্য উপসর্গ: বদহজম, অরুচি, বমি বমি ভাব বা বমি হওয়া ও মাথা হালকা বোধ হতে পারে। 
তাই সামান্যতম লক্ষণ টের পেলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই সবচেয়ে ভালো প্রতিরোধ, যা আপনাকে অচিরেই দুনিয়া ত্যাগ করা থেকে আরও কিছু সময় রক্ষা করবে। গবেষণা কর্মটির প্রধান পরিচালক যুক্তরাষ্ট্রের সিডার্স-সিনাই হার্ট ইনস্টিটিউটের ভিজিটিং সায়েন্টিস্ট ড. ইলই মারিজন বলেন, 'হার্ট অ্যাটাক হওয়ার আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়। শেষ মুহূর্তে সচেতন হলেও খুব একটা লাভ হয় না।

Friday, March 8, 2013

‎How to we get rid of blackheads and whiteheads

Maintaining a clear and beautiful skin, takes time, consistency and effort. Dermatologist may recommend lots of products, but some of them can be expensive and may actually take a long time to work. You can, however, incorporate some home remedies for blackheads and whiteheads into your daily beauty regimen and in a few weeks, you will experience a drastic reduction or even total elimination of the problem.
  1. Toothpaste – Toothpaste is an effective blackhead and whitehead remover. Apply a thin paste to your infected areas and let it sit on your face for at least 25 minutes. You will probably feel a burning sensation when you apply the toothpaste, but this is normal and will pass. Once you remove the toothpaste, the top of your blackheads and whiteheads will disappear, but you still need to thoroughly wash your face to remove the buildup underneath. Repeat this home remedy every other day for two weeks.
  2. Tomato – Tomatoes have natural antiseptic properties that dry up whiteheads and blackheads. Peel and mash a small tomato. Apply the tomato pulp to your blackheads and whiteheads before going to bed. Leave the tomato pulp on your face while you sleep and then wash your face in warm water in the morning.
  3. Lemon - Wash your face in warm water. Then, squeeze the juice of one lemon into a bowl. Add in a pinch of salt and stir the mixture. Apply the mixture to your blackheads and whiteheads. Leave the mixture on for approximately 20 minutes and then wash your face with warm water again.
  4. Lime – You can also use equal parts of lime juice and cinnamon powder and apply this mixture to blackheads. Leave it on overnight and rinse it off in the morning
  5. Cornstarch – Mix about a three-to-one cornstarch to vinegar ratio into a paste. Apply it to your problem areas and let sit for 15 to 30 minutes. Remove the paste with warm water and a washcloth.
  6. Yogurt - Mix three tablespoons of plain yogurt with two tablespoons of oatmeal. Add one teaspoon of olive oil and one tablespoon of lemon juice to the mixture. Stir the mixture thoroughly and apply it to the effective area of the face. Let the mixture sit for five to seven minutes then rinse off with cold water.
  7. Almond or oatmeal – Mix either oatmeal or almond powder with just enough rose water to make a spreadable paste. Apply it to your problem areas with your fingertips first and then apply it to the rest of your face. Let it set for about 15 minutes and then rinse your face with cold water.
  8. Rice – Soak rice in milk for 5 hours and then grind this in a blender until it is paste-like in consistency. Use the paste as a scrub on affected areas of the body.
  9. Potatoes – Grate raw potatoes and then rub the area with the mixture. Wash it off after 15 minutes.
  10. Fenugreek leaves – Crush some fenugreek leaves and mix with water to form a paste. Put this on the face for 15 minutes and then remove it. Do this every night to keep your face free of blackheads.
  11. Coriander leaves – Mix some coriander leaves and a little turmeric powder with water and form a paste. Use this as a mask to eliminate blackheads.
  12. Oatmeal - Grind oatmeal into a powder in a blender and then add some rose water. Use this on affected areas for 15 minutes and then wash it off with cold water.
  13. Baking soda – Prepare a mixture of equal parts of baking soda and water and rub it onto your face or other body areas prone to blackheads. Leave it on for 15 minutes and then rinse it off with warm water. 
  14. Honey is also good for removing blackheads. Spread honey on the affected area and remove it after 15 minutes. 
 Remember – Be gentle to your skin. Never pinch, scrape, poke, press, or squeeze too hard!

শতাব্দীর বিস্ময় ইন্টারনেটের যোগাযোগ

১৯৬৯ সালের গ্রীষ্মকাল। বিশ্ববাসী তখনো জানে না ইতিহাসের দিনপঞ্জিতে কি বৈপ্লবিক পরিবর্তন হতে যাচ্ছে। নীরবে-নিভৃতে কাজ করে চলেছেন গুটিকয়েক কম্পিউটার বিজ্ঞানী। লক্ষ্য একটাই_ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে কর্মব্যস্ত বিজ্ঞানীদের মধ্যে পারস্পরিক ভাববিনিময়ের পথ সুগম করার জন্য একটি কম্পিউটার নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা।এই নেটওয়ার্ক প্রতিষ্ঠার মধ্য দিয়েই ভিত্তি রচিত হলো শতাব্দীর বিস্ময় ইন্টারনেটের যোগাযোগ। প্রযুক্তিতে সৃষ্টি হলো নতুন দিগন্ত।

তখন কোনো মানসম্মত অপারেটিং সিস্টেম ছিল না। কম্পিউটারগুলো পরস্পরের সঙ্গে তথ্য বিনিময় করতে পারত না। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা সরবরাহের সবচেয়ে সুবিধাজনক পথ ছিল একটি থেকে ম্যাগনেটিক টেপ বা পাঞ্চ কার্ড নিয়ে অন্যটির মধ্যে ঢোকানো। এই প্রতিকূলতা কম্পিউটার বিশারদদের চিন্তিত করে তুলল। এর মধ্যে ছিলেন জে সি আর লিকলিডার ও রবার্ট টেইলর। অন্য সহকর্মীদের মতো তারাও ভাবতে বসলেন কিভাবে কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক সংযোগ স্থাপনের মাধ্যমে এগুলো আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়।

আরপা নামে একটি প্রতিষ্ঠান এ প্রজেক্টে অর্থের জোগান দেয়। টেইলর ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে আরপা ডিরেক্টরের অফিসে টাকার জন্য ধরনা দিতে যাওয়ার দিনটিকে আজো স্পষ্টভাবে স্মরণ করতে পারেন। ডিরেক্টরের সঙ্গে তার কথা হয় ১৫/২০ মিনিট। সঙ্গে সঙ্গেই তিনি এই আইডিয়া লুফে নেন, কালবিলম্ব না করে ব্যবস্থা করে দেন এক মিলিয়ন ডলারের। বিজ্ঞানীরা কাজটা গ্রহণ করেছিলেন তীব্র অনুরাগের সঙ্গে। খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনার জন্ম দিতে যাচ্ছেন এই অনুভূতি তাদের আচ্ছন্ন করে রেখেছিল।

১৯৬৮ সালে লিকলিডার ও টেইলর একটি গবেষণাপত্র প্রকাশ করে জানালেন, কম্পিউটার তথ্য আদান-প্রদানের একটি চমৎকার মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে। তারা একটি নেটওয়ার্ক তৈরির কাজে আত্মনিয়োগ করলেন, যা সৃষ্টি করবে বৈজ্ঞানিকদের নতুন একটি সংঘ, যারা ভৌগোলিক দিক দিয়ে বিচ্ছিন্ন হয়ে প্রযুক্তিগতভাবে একই সুতায় গাঁথা। প্রাথমিক পরিকল্পনা ছিল চারটি সাইটের মধ্যে সংযোগ স্থাপন; ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্তা বারবারা বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট ও ইউটাই বিশ্ববিদ্যালয়। গ্রাজুয়েট স্টুডেন্ট ভিন্ট সার্ফ, স্টিভ ক্রকার, জন পস্টেলসহ আরও অনেকের ওপর দায়িত্ব পড়েছিল প্রয়োজনীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার নির্মাণের। তাদের কাজ ছিল নেটওয়ার্ক সাইটগুলোর মধ্যে ডাটা সঞ্চালন করা_ প্রয়োজনীয় তথ্য যাতে নিশ্চিতভাবে সঠিক গন্তব্যে পৌছতে পারে সেদিকে খেয়াল রাখা।

২১ নভেম্বর এলো সেই শুভক্ষণটি। দীর্ঘদিন কঠোর পরিশ্রমের পর অবশেষে গবেষকরা প্রস্তুত হলেন প্রথম আনুষ্ঠানিক ডেমনেস্ট্রেশনের জন্য। একটি কম্পিউটারের সঙ্গে সংযোগ স্থাপিত হলো শত শত মাইল দূরে অবস্থিত স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটের ডগ এঞ্জেলসবার্টস ল্যাবে রাখা আরেকটি কম্পিউটারের। দুঃখের বিষয়, ওই ঐতিহাসিক মুহূর্তটি ক্যামেরাবন্দী করে রাখার জন্য সেদিন সেখানে কোনো আলোকচিত্রী ছিলেন না।

বিশ্ব রেকর্ড কৄত আইন সমূহ


  1. হংকংয়ে স্ত্রী পরকীয়া করলে স্বামী তাকে খুন করতে পারবে। তবে শর্ত একটাই, খুন করতে হবে খালি হাতে।
  2. জাপানে কোনে মেয়েকে প্রণয়ের প্রস্তাব দিলে আইন অনুসারে মেয়েটি না বলতে পারবে না
  3. থাইল্যান্ডে ৩০ বছরের বেশি বয়সি অবিবাহিত নারী দেশের সম্পত্তি হিসেবে গণ্য হবে।
  4. দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় নতুন দেশ সামোয়াতে নিজের বৌয়ের জন্মদিন ভুলে যাওয়াটাই বে-আইনী
  5. ফ্রান্সে শুকরের নাম নেপোলিয়ান রাখা আইনত দণ্ডনীয় অপরাধ।
  6. যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো চলে নিজস্ব আইন, রীতি পদ্ধতিতে। এক রাজ্যের আইন অন্য রাজ্যে মানার প্রয়োজন নেই। আর নিজস্ব আইন থাকায় কেন্দ্রের আইনও তোয়াক্কা করে না লোকে।
  7. কলোরাডো অঙ্গরাজ্যের রয়েছে নিজস্ব এক অদ্ভুত আইন। তা হচ্ছে- যৌক্তিক কোনো কারণ না দেখিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করা যাবে না। রাজ্যের আইন এ কাজকে চুরির সামিল বলেই মনে করে। এবং এজন্য যে সাজা তা প্রতারণা বা ছিনতাইয়ের সাজার সমান।
  8. ইন্ডিয়ানায় রোববারে গাড়ি বিক্রি করা আইনত দণ্ডনীয়৷
  9. আরাকানসায় মাসে দুইবার বউ পেটালেই দণ্ড। তবে একবার বৌ পেটালে আইনে আটকাবে না।
  10. নেভাদায় বৌ পেটানো ধরা পড়লে আইন অনুসারে তাকে আধ ঘন্টা বেঁধে রাখা হবে। তার বুকে ‘বউ পিটিয়ে’ লেখা পোস্টার লাগিয়ে দেওয়া হবে।
  11. আরিজোনায় সাবান চুরি করে ধরা পড়লে তার শাস্তি ওই সাবান দিয়েই নিজেকে ধুতে থাকবে যতক্ষণ না সাবান পুরো শেষ হয়।

Sunday, March 3, 2013

2013 Shahbag Protest: ৩০০ টাকা = একটা বডি!!

ফুটতেছে কক্টেল! ঘরের ভিতর থেইকা একজন কইল খাম্বার তারে কাক মরছে মনে হয় !!যাহোক আমি তার বুদ্ধির প্রশংসাই করলাম মনে মনে। তারপর আবার ফুটল...কয়েক সেকেন্ডের মইধ্যে আবার...!!সবই কাক?গেটে গিয়া দাড়ায় দেখি পাড়ার লোকেরা নাইমা আইছে পথে ঘটনা বুঝতে। তখন পুলিশের গাড়ির সংকেত ক্রমশ স্পষ্ট হতে লাগলো আর পাড়ার মইধ্যে ঝাঁক বাইন্ধা শ'খানেক ছগু লাঠি হাতে দৌরায় আসতে লাগলো। গলির ২ধারে যত গেট আছে পিটাইতে পিটাইতে!কক্টেল ফুটাইতে ফুটাইতে।কিছুক্ষণের মইধ্যে আমার বাড়ির দেয়াল টপকায়া ১৫-২০ জন ঝপাঝপ নাইমা পিছন দেয়াল দিয়া পালাইল। পুলিশ ধাওয়া দিছে । একজন হাপাইতে হাপাইতে কইল, ভাই বের হবো কুয়ান তে,আমি কিচ্ছু চিনি না; আমার বাড়ি সাতক্ষিরে!

সাতক্ষিরা থেকে হায়ারে আসা ছাগু উত্তর না নিয়াই পিছনের দেয়াল টপকাইল। দেয়ালের ওই পারে কি হইলো?

পাড়ার বিভিন্ন বাড়িতে আটকে পড়া কিশোর ছগু গুলার বয়স ১৪-১৮। এগোরে চেহারা আর কথা শুনলে বুঝবেন এগর আক্কেল মাড়ি তো দূরের কথা ২৭ এবং ২৮ নম্বর দাঁতও উঠে নাই!ভয়ে কাঁপতে কাঁপতে কেউ কেউ পানি চাইছে+হাতে পায় ধরছে পুলিশে যাতে ধরায় না দেয় হয়। পাড়ার গোয়েন্দা কিসিমের কাকা রা এই মহা সুযোগ ছাড়েননি। তারা চামে প্রশ্ন ব্যাংক খুলে জিজ্ঞাসা করলেনঃ
এইখানে মরতে আইছিস কেন? 
উত্তরে কইল,
না আসলি মাইরে ফেলবে কইছে। জিজ্ঞাসা করা হইলঃ টেকা কত দিছে? উত্তরে কিশোর ছাগু কইলঃ পার হেড ৩০০!
এই ছেলে গুলাকে বেগানা এক শহরে এনে ছেড়ে দেয়া হয়েছে মিছিলের মধ্যে। বিভিন্ন পরলৌকিক পুস্পের কথা শুনিয়ে এবং দুনিয়াবি কমন জটিলতার কাল্পনিক ব্যাখ্যার মগজ ধোলাই দিয়ে কিংবা জীবনের ভীতি দিয়ে সরাসরি দাড় করিয়ে দেয়া হয়েছে চাইনিজ রাইফেল, থ্রি নট থ্রির সামনে। যেই হারামি নেতারা এই কিশোরদের নিয়ে হুর-গেলেমান খেলা খেলছেন। তাদের কি একবারও মনে হয় না, নিজের সদ্য গোঁফের আভাস জাগা,কণ্ঠ ভাঙা কিশোর সন্তানের কথা? ''৩০০টাকা = একটা বডি'' যারা হিসাব করে মিছিলের জন্য তাদের কি বিচার হওয়া উচিত??না তাদের বিচারের প্রয়োজন নেই। কেননা তারা বেহেশতের টিকিট পকেটে নিয়া ঘুরে বেড়াচ্ছে!!এদের একজন মেশিন ম্যান সাইদির ফাঁসির রায় হয়েছে । আমি সাইদিকে বলি আপনে আপনার বিরাট মেসিন্টা দাড়া করায়া ময়দানে নামেন না।কেন? ফাউ ফাউ কিশোর পুলাপান গো স্ক্রুড্রাইভার পাঠান? ময়দানে আইলে কি মেশিন নুইয়া যায়?

একজন ফোন করে জানালো কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত !জানালা দিয়ে তখন টীয়ার সেলের ধোয়া আসছে। চোখ রগড়াতে রগড়াতে মনে হল, এই টিয়ার সেলটি যে পুলিশ ছুড়েছিলেন তিনি কি আজ বাড়ি ফিরবেন? তার কন্যাকে কোলে নিয়ে ভাত খেতে বসতে পারবেন?

(সংগৃহীত )

Saturday, March 2, 2013

বিনা ভিসাতে বিদেশ ভ্রমন

বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।

ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে 
এশিয়া মাহাদেশের মধ্যে
  • ভুটান (যত দিন ইচ্ছা)
  • শ্রীলংকা (৩০ দিন)
  • দ: কোরিয়া (৯০ দিন)
আফ্রিকা মহাদেশের মধ্যে
  • কেনিয়া (৩ মাস)
  • মালাউই (৯০ দিন)
  • সেশেল (১ মাস)
আমেরিকা মাহাদেশের মধ্যে
  • ডোমিনিকা (২১ দিন)
  • হাইতি (৩ মাস)
  • গ্রানাডা (৩ মাস)
  • সেন্ট কিট্‌স এ্যান্ড নেভিস (৩ মাস)
  • সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস)
  • টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন)
  • মন্টসের্রাট (৩ মাস)
  • ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন)
ওশেনিয়া মাহাদেশের মধ্যে
  • ফিজি (৬ মাস)
  • কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন)
  • নাউরু (৩০ দিন)
  • পালাউ (৩০ দিন)
  • সামোয়া (৬০ দিন)
  • টুভালু (১ মাস)
  • নুউ (৩০ দিন)
  • ভানুয়াটু (৩০ দিন)
  • মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) 
এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে
এশিয়ার মধ্যে
  • আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার)
  • জর্জিয়া (৩ মাস)
  • লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার)
  • মালদ্বীপ(৩০ দিন)
  • মাকাউ (৩০ দিন)
  • নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার)
  • সিরিয়া (১৫ দিন)
  • পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার)
আফ্রিকা মহাদেশের মধ্যে
  • বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক), 
  • মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ)
  • মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার)
  • টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ)
  • উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)। 
ফ্লাইট, টিকিট, হোটেল ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে
তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন। এ বিষয়ে কারও কোন সন্দেহ থাকলে google এ search দিয়েও যাচাই করে নিতে পারেন। তবে তা ইংরেজিতে আসবে।